প্রশ্ন: কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৮৬৩ সালে।
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার সীমানা কি?
উ: কুষ্টিয়া জেলার সীমানা:
✅ উত্তরে: নাটোর, পাবনা ও পদ্মা নদী
✅ দক্ষিণে: ঝিনাইদহ জেলা
✅ পূর্বে: রাজবাড়ী জেলা
✅ পশ্চিমে: মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার আয়তন কত?
উঃ ১৬০৮.৮০ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: কুষ্টিয়া জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উঃ জাগ্রত কুষ্টিয়া।
প্রশ্ন: কুষ্টিয়া জেলার গ্রাম কতটি?
উঃ ৯৭৯ টি।
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উঃ ৬৬টি।
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উঃ ৬টি। কুষ্টিয়া সদর, কুমারখালী, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা।
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার পৌরসভা কতটি?
উঃ ৫ টি। কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও খোকসা।
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার নদ-নদী কি কি?
উঃ কুমার, গড়াই, ভৈরব, মাথাভাঙ্গা, নবগঙ্গা ইত্যাদি।
প্রশ্নঃ কুষ্টিয়া জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উঃ লালন শাহের মাজার (ছেউড়িয়া), নীলকুঠি সাহেবের বাড়ি এবং জমিদার বাড়ি (রেনউহক), রবীন্দ্রনাথের কুঠিবাড়ি (শিলাইদহ), তাপবিদ্যুৎ কেন্দ্র (ভেড়ামাড়া), ইসলামী বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: কুষ্টিয়া জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উঃ মীর মশাররফ হোসেন (সাহিত্যিক), শাহ আজিজুর রহমান (রাজনীতিবিদ), সৈয়দ আলতাফ হোসেন (রাজনীতিবিদ), আবুল আহসান চৌধুরী (রাজনীতিবিদ), নূরে আলম জিকু (রাজনীতিবিদ), ব্যারিস্টার আমিরুল ইসলাম, লালন শাহ (গীতি কবি), কাজী মোতাহার হোসেন (সাহিত্যিক), আবুল কালাম আজাদ (সাহিত্যিক ও শিক্ষাবিদ), কাঙাল হরিনাথ (সাংবাদিক ও সাহিত্যিক)।
প্রশ্ন: কুষ্টিয়া জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উঃ চিনি শিল্প, বৈদ্যুতিক সরঞ্জামাদি, তাঁত শিল্প, বস্ত্রশিল্প, মৃৎশিল্প ইত্যাদি।